৬ মাস ধরে বেতন না পাওয়ায় টোল প্লাজায় বিক্ষোভ

1st February 2020 মালদা
৬ মাস ধরে বেতন না পাওয়ায় টোল প্লাজায় বিক্ষোভ


 টানা ছয় মাস ধরে বেতন না পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসের কাজ বন্ধ রেখে প্রায় এক ঘন্টা টোল প্লাজার ৩ টি গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় ফেডারেশন অফ অল ইন্ডিয়া শ্রমিক সংগঠনের সদস্যরা।   শনিবার সকালে বৈষ্ণবনগর থানার ১৮মাইল এলাকায় টোল প্লাজার ৩টি গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা। শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা সুনীল দাসের নেতৃত্বে প্রায় একঘন্টা বিক্ষোভ প্রদর্শন করা হয় টোল প্লাজার সামনে। এর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে ।     শ্রমিকরা জানিয়েছেন, গত ছয় মাস ধরে তারা বেতন পাচ্ছেননা। তারা ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসের কাজ বন্ধ রেখে এই বিক্ষোভে সামিল হয়েছেন।   তারা বলেন, ঠিকাদার সংস্থা গত ছয় মাস ধরে মালদা জেলার প্রায় ৫০০ জন শ্রমিকের বেতন দেয়নি। অথচ টোল প্লাজার টাকা কালেকশন করা হচ্ছে। তারা বলেন, শনিবার টোলপ্লাজার মাত্র ৩টি গেট আটকে তারা বিক্ষোভ দেখিয়েছেন। আগামী দিনে যদি তারা বেতন না পান তাহলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাবেন।  ফেডারেশন অফ অল ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুনীল দাস জানিয়েছেন, কাজ করার পর শ্রমিকরা প্রায় ছয় মাস ধরে বেতন পাননি। বেতন না পাওয়ার কারণে তাদের বাড়িতে চরম সমস্যা চলছে। সব মিলিয়ে ঠিকাদার সংস্থা প্রায় ৯০০ শ্রমিকের বেতন  আটকে রেখেছে। তিনি বলেন, সংস্থার উপর চাপ বাড়াতে তারা শনিবার টোল প্লাজার মাত্র তিনটি গেট বন্ধ রেখে বিক্ষোভ দেখান। আগামী দিনে সংস্থার পক্ষ থেকে যদি শ্রমিকদের বেতন না মেটানো হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন তারা।  এই ঘটনায় মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, গত ১০ বছর ধরে ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রকল্পের কাজ চলছে। এত দিন হয়ে যাওয়ার পরও তারা কাজ সম্পন্ন করতে পারেনি। এরমধ্যে শোনা যাচ্ছে শ্রমিকদের বেতন আটকানোর ফলে শ্রমিকরা কাজ বন্ধ করেছে।অবিলম্বে ঠিকাদার সংস্থা যেন তাদের বেতন মিটিয়ে দেওয়ার ব্যাবস্থা করুক। তাদের এই আন্দোলনকে সমর্থন জানান তিনি। তিনি আরো বলেন, শ্রমিকদের কাজ করানো হলেও তাদের বেতন দেওয়া হচ্ছে না। অথচ টোল নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন যাতে উদ্যোগ নিয়ে শ্রমিকদের সমস্যা মেটানোর চেষ্টা করুক। নইলে শ্রমিকদের স্বার্থে আগামী দিনে ব্যবসায়ীদের নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

         ছবি - দেবাশীষ পাল 





Others News